• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

মামলা না নেওয়ায় গুলশান থানার ওসি বরখাস্ত


FavIcon
Abdul Hai Siddiqi
নিউজ প্রকাশের তারিখ : Jan 20, 2025 ইং
ছবির ক্যাপশন: মামলা না নেওয়ায় গুলশান থানার ওসি বরখাস্ত ad728

একটি ডাকাতির ঘটনা অনুসন্ধানে গড়িমসি করার অভিযোগে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার তারেক মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, একটি ডাকাতির ঘটনা অনুসন্ধান করতে দেরি করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।

এদিকে সাময়িক বরখাস্তের পর গুলশান থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে কদমতলী থানার ওসি মাহমুদুর রহমানকে।

ডাকাতির অভিযোগ সম্পর্কে নাম প্রকাশ না করে গুলশান বিভাগের একজন পুলিশ কর্মকর্তা বলেন, গত ১১ জানুয়ারি গুলশান অ্যাভিনিউয়ের ২৯ নম্বর সড়কে একজন ধনাঢ্য ব্যবসায়ীর বাসায় যৌথ বাহিনীর পরিচয়ে ডাকাতি হয়।

ব্যাবসায়ীর বরাতে ওই কর্মকর্তা বলেন, ডাকাতরা নগদ ৪৬ লাখ টাকা, ৬০ ভরি সোনার গহনাসহ অনেক জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার পর ওই ব্যবসায়ী থানায় গিয়ে কয়েকদিন ঘুরেও মামলা করতে পারেননি। পরে তিনি ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানালে গুলশান থানার ওসিকে সাময়িক বরখাস্ত করা হয়।